annapurna
Our recent trek video with camerawalwbhaiya :
Your special trek during Durga puja :
sep 27
Booking will close soon
- Ghandruk
- Amazing food variety and outdoor leader
- Border- transport -assistance
oct 17
Booking On
- Ghandruk
- Amazing food variety and outdoor leader
- Border- transport -assistance
nov 6
Booking On
- Pokhra-Pokhra
- Amazing food variety and outdoor leader
- Ghandruk
Plan for Pokhra to Pokhra :
Day 1 : Reach Pokhara (822 m)
After reaching Pokhra all accommodation will be provided by The Trekking Buddha.Overnight at Pokhara for acclimatization. Explore Pokhra and Ice Breaking with the other group members.
Day 2 : Drive to Ghandruk (1955m ) & over night stay( for Sep-oct season only )
Ghandruk is situated at an altitude of 1,950 m above the sea level, is a trekker’s paradise and one of the most famous Gurung settlements in Nepal.
Day 3 :Trek to Chomrong (2150m) -4-5 hours Trek
Day 4 : Chomrong to Dovan (2610m)-5-6 hours Trek
DAY 5 : Bamboo/Dovan to Deorali or MBC (3230m-3800m)-5-6 hours Trek
DAY 6 : Deorali/MBC to Annapurna Base Camp (4130m) via Machipucchare Base Camp 5-6 hours Trek
DAY 7 : Annapurna base camp to Bamboo/Dovan (7-8 hours)
Day 8 : Bamboo to Jhinu Hot Spring (6 hours )
*Do not miss the hotspring
Day 9 : Jhinu to Nayapul and drive to Pokhra (6 hours )
Drop and overnight stay at Pokhara ( stay will be provided by The Trekking Buddha)
Reaching Pokhra we will take a well-deserved rest, refresh ourselves and then it is time to celebrate our successfully completed Annapurna base camp with the group.
(You can also proceed on your journey back home on this day or else you can proceed to your destination)




Gallery section
The easiest base camp trek of 8000m
This is Why you should do the Annapurna Base Camp Trek. Here’s a video on it –
kolkata – kolkata
(GHANDRUK – HOTSPRING -TRAIN -HOTEL – TRANSPORT-PERMIT- GUIDE -FOOD -HOTEL)
We are also taking bookings for Kolkata from today, very limited slots have opened for this pack, which is limited till June 16th.
If you want us to pick you up and drop you off in Kolkata, let us know. We also arrange to take the train from Kolkata and drop it back to Kolkata.
For booking Kolkata to Kolkata kindly whatsapp us on
Price 29900 INR P/P
(TRAIN FROM KOLKATA AND RETURN TO KOLKATA – 2AC/3AC)
Transport from border from INDIA to NEPAL and NEPAL to INDIA
Day 1 to Day 9 – Accommodation and Pokhara Hotel 2 Nights
Transport Pokhra to Ghandruk – Jhinu to Pokhra
Day 2 Dinner to Day 9 Breakfast Breakfast – Lunch -(Tea 2 times)- Dinner
Permit
What is Not Included:
Wifi
Any Expenses of personal nature
Meals before and after the designated trek days
Extra Accommodation during the Trek
Hot Water/Charging/Personal Room
You can book porter with our help, in that case you need to inform us 15 days before start of trek.
Porter charges will be 2500-3000 Nepalese money per day.
(If you want to take a room (personal) on your own during the trip, you have to inform the team in advance, and the room will be arranged accordingly)
POKHRA – POKHRA
₹24900 INR P/P (The budget for this trek will increase after 5 June-2025)
( Day 1 to Day 9 Accomodation – A room for 3 or 4 people will be shared )
( 25% deposit must be made at the time of booking, and the whole balance must be paid 30 days prior to the commencement of the trek. If you pay the full amount 45 days prior to the start of the journey, you may reschedule if you decide between 21 and 29 days beforehand) * Read Terms and Conditions for details
Day 2 Dinner to Day 9 Breakfast
Breakfast -Lunch -(Tea 2 times) Dinner
Permit
What is Not Included :
Any Expenses of personal nature
Meals before and after the designated trek days
Extra Accommodation during the Trek
Wifi
Hot Water /Charging/Personal Room or Tips
You can book porter with our help, in that case you need to know 15 days before start of trek.Porter charges will be 2500-3000 Nepalese money per day per bag.
(If you want to take a room on your own during the whole trip, you have to inform the team in advance, and the room will be arranged accordingly).
Terms of service :



History of Annapurna
“Annapurna” is the 10th highest mountain in the world (8091 meters) located east of the deep gorge of the Kali Gandaki river.
Until 1948, Nepal was a closed and secret country for a trip. First a group of American ornithologists, then A group of Swiss mountaineers opened the frontier for research and exploration in the country’s northeastern region.
In 1949, the French Federation “Francaise de la Montagne” (the mountain from Annapurna Basecamp, a 4 km straight climb, and still the least climbed of the 14 8000m mountains) in Nepal, was granted permission to climb this mountain. Started negotiations with Govt.
According to Survey of India the name of this mountain is “XXXIX”. Its name is a combination of two Sanskrit words (anna and purna) which literally means ‘complete in food’. The name Annapurna is similar to another name of the Hindu goddess Durga, the Hindu divine mother, consort of Lord Shiva, whose other name is Annapurna.
Key Factors:
1950 French expedition first summited Annapurna as an 8000m mountain on June 3rd by “Maurice Harge” and his team. Annapurna is a monstrous life-killing mountain in the mountaineering empire with the highest fatality rate (33%) of all time.
It is located in the Annapurna Conservation Area in the Gandaki region of northern and central Nepal. Which is located in the district called Kaski in Nepal. One of the reasons for the inaccessibility of its ascent is the ever-unstable weather, avalanches and the complexity of the ascent.
Annapurna Basecamp Trek:
Annapurna is the first route to be climbed, the panoramic view of the basecamp is magnificent. The height of this base camp is 4130 meters. From this high altitude basecamp, the mountain itself holds a height of about 4 km touching the sky.
About 18 mountains of the Annapurna range are visible from this basecamp.Among which, Annapurna South, Annapurna 2, 3, Hiun Chulli, Singachulli, Gandharva Chulli, Glacier Dome, Tharpu Chulli, Gangapurna, Annapurna Fang, and one of the most popular mountains of Nepal “Machapuchhare/Fishtail/Fish Tail” are breathtaking views of any trekker or Enough to make the tourist addicted to the mountains.
Entering this basecamp will feel like you have entered a gallery where the only visitors are you and the 18 monstrous beauty mountains busying your eyes and mind.
অন্নপূর্ণা” পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত(৮০৯১মিটার) যা কালী গন্ধকী নদীর গভীর খাদের পূর্বে অবস্থিত। ১৯৪৮ সাল এর আগ পর্যন্ত নেপাল ভ্রমনের জন্য বন্ধ ও গোপনীয় দেশ ছিলো।প্রথমে আমেরিকান পাখি গবেষকদের একটি দল, তারপর সুইস পর্বতারোহীদের একটি দলকে, দেশের উত্তর-পূর্ব দিকের অঞ্চলে রিসার্চ ও এক্সপ্লোরেশন এর জন্য সীমান্ত খুলে দেয়।
১৯৪৯ সালে ফরাসি ফেডারেশন “Francaise de la Montagne” নেপালের মধ্যে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকা একটি ভীতিকর (অন্নপুর্না বেইসক্যাম্প থেকে এই পর্বত,সোজা ৪ কিলোমিটার আকাশ চুম্বি,এবং এখন অবদি কম সং্খ্যক বার আরোহিত হয়েছে ৮০০০মিটারের ১৪ টি পর্বতের মধ্যে) এই পর্বতের আরোহণের অনুমতির জন্য নেপাল সরকারের সাথে আলোচনা শুরু করে।
ভারতীয় সার্ভে অনুযায়ী এই পর্বতের নাম “XXXIX”।এর নাম দুটি সংস্কৃত শব্দের সংমিশ্রণে(অন্ন আর পূর্না) যার আক্ষরিক অর্থ হল ‘খাদ্যে সম্পুর্না’। অন্নপূর্ণা নামটিতে হিন্দু দেবী দুর্গার আরেকটি নামের মিল রয়েছে, হিন্দু ডিভাইন মাদার, ভগবান শিবের সহধর্মিণী,যার আরেক নাম অন্নপূর্ণা।
কী ফ্যাক্টরস:
১৯৫০ সালের ফ্রান্সের অভিযান এর মধ্য দিয়ে ০৩ জুন সর্বপ্রথম কোন ৮০০০ মিটারি পর্বত হিসেবে অন্নপূর্ণার শীর্ষে প্রথম আরোহন করেন,”মরিস হাজর্গ” ও তার দল।
এখন অবদি সর্বোচ্চ মৃত্যুর হার(৩৩%) নিয়ে অন্নপুর্না পর্বতারোহণ সাম্রাজ্যে এক মহা দানবীয় প্রান নাশক পর্বত।উত্তর ও মধ্য নেপালের গন্ধকী রিজিওনের অন্নপূর্ণা কন্সার্ভেশন এরিয়ায় এর অবস্থান। যা নেপালে কাসকি নামক জেলায় অবস্থিত। এর আরোহন দুর্গমতার অন্যতম কারন,সদা অস্থিতিশীল আবহাওয়া,তুষারধস আর আরোহনের পথ এর জটিলতা।
অন্নপূর্ণা বেইসক্যাম্প ট্রেক:
অন্নপূর্ণা প্রথম যে রুটে আরোহন সম্পন্ন হয়েছে,তার বেইসক্যাম্প এর প্যানোরমিক ভিউ দুর্দান্ত। এই ব্যাসক্যাম্পের উচ্চতা ৪১৩০ মিটার। অতি উচ্চতার এই বেইসক্যাম্প থেকে পর্বত টি সটাং করেই প্রায় ৪ কিলোমিটার আকাশ ছোঁয়া উচ্চতা ধরে রাখে।
এই বেইসক্যাম্প থেকে অন্নপূর্ণা রেঞ্জের প্রায় ১৮ টি পর্বত দৃশ্যমান।যার মধ্যে,অন্নপুর্না সাউথ,অন্নপুর্না ২,৩,হিউন চুল্লী,সিংগাচুল্লি,গন্দর্ভা চুল্লী,গ্লেসিয়ার ডোম,থার্পু চুল্লি,গংগাপুর্না,অন্নপূর্না ফ্যাং,ও নেপালের অন্যতম জনপ্রিয় পর্বত “মাচ্ছাপুচ্ছরে/ফিশটেইল/মাছের লেজ” এর মনো মুগ্ধকর দৃশ্য যেকোন ট্রেকার বা ট্যুরিস্ট কে পর্বতের নেশায় বুদ করতে যথেষ্ট।
এই বেইসক্যাম্পে প্রবেশ করলে মনে হবে আপ্নি কোন গ্যালারি তে প্রবেশ করেছেন,যার একমাত্র দর্শক আপ্নি আর আপ্নার চোখ ও মন জুড়াতে ব্যাস্ত ১৮ টি দানবীয় সুন্দরি পর্বত।
REVIEWS

Led by Jyotishko Biswas, my experience with The Trekking Buddha has been the most adventurous and will always be close to my heart.
I loved how he conducts the trek, meets and greets the locals, the bonding he has with the hosts, and of course with us. He motivates, helps, and leads the way a trek leader should.
Knowing that he is a Mountaineering Instructor at the Himalayan Mountaineering Institute (HMI) in Darjeeling kept us worry free. His guidance and tips for trekking in high altitude was helpful.
To know and learn about his knowledge of mountains and his perspective towards treks, mountaineering and travel as a whole was inspiring.
JOYDEEP P
💼 Writer at The Gypsy Chiring Travel Blog & trained in Basic Mountaineering Course (BMC) at NIMAS Dirang.

No one reads a long paragraph so here’s a small and impactful review to help you choose your next adventure and whom to go with
1. Budget friendly: Compared to almost all safe trekking organisations in India
2. Great organisation: in-trek fooding-lodging was taken care of brilliantly and hiccups were well handled
3. Safe: Organiser know what they are doing. Trained mountaineer
4. More personal less professional: Not a typical regimented trek where you wake up every morning, march on, reach destination, eat, sleep, repeat
5. Loads of fun
9/10 recommended (1 deducted to incentivise The trekking buddha to give me a discount haha)
TANUMOY N
💼 Software Engineer II at PayPal

হরিপদ কেরানি একজন আদ্যন্ত মধ্যবিত্ত বাঙালি। জীবনে তার দুটোই সখ। খাওয়া আর ঘোরা। খাওয়া তার জীবনে এক বড় সুখ। মাছ মিষ্টি এসব দেখলে সে আর নিজেকে আটকে রাখতে পারে না। ঘুরতে ও সে খুবই ভালো বাসে। আজকাল আবার সে জঙ্গলে যেতে খুব পছন্দ করে। তবে সে বেশিদিন একঘেয়ে জীবনে থাকতে থাকতে হাপিয়ে ওঠে। এই ভাবে চলছিল একরকম। কিন্তু কিছুদিন আগে সে ঠিক করলো এবার তাকে একটা নতুন কিছু করতে হবে। নতুন কোনো জায়গায় যেতে হবে যেমন সে আগে কখনও যাইনি। এই বছর নভেম্বরেই সে ৩৯ এ পা রাখবে। তাই সে অর্থে সে আর তরুণ তুর্কি নয়। অনেক কিছুতেই এখন কুড়েমী ধরেছে। তাই সে ঠিক করলো এমন কিছু একটা করতে হবে যাতে সে তার স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে প্রবল ভাবে পরীক্ষিত হয়।
সে ঠিক করলো অন্নপূর্ণা বেসক্যাম্প যাবে। সে এটাও ঠিক করলো যাত্রাপথে সে কুলির সাহায্য নেবেনা। নিজের জিনিস নিজেই বহন করবে। ভেবে তো ফেলল কিন্তু এটা করা তার কাছে বেশ কঠিন। অনেক গুলি কারণ, এক সে বেশ মোটাসোটা চেহারার মানুষ। ওজন খুবই বেশি। দুই, সে ট্রেকে যাইনি কোনোদিন, তিন, সে সমতলের মানুষ, অত উচুতে নিজের জিনিস নিজে নিয়ে ওঠা চাট্টিখানি কথা নয়, চার, সে কোনরকম শরীর চর্চা করেনা। এই রকম একটা ট্রেক করার জন্য শারীরিক ভাবে শক্তিশালী হওয়া খুব প্রয়োজন।
তো সে যাওয়ার ৩ মাস আগে থেকে শুরু করলো রোজ হাঁটা । তার অফিস ১২ তলায়। সেখানে সিঁড়ি ভেঙে ওঠা নামা করা শুরু করলো। Squat দেওয়া শুরু করলো পায়ের আর কোমরের জোর বাড়ানোর জন্য।
যাওয়ার আগে আর বিভিন্ন বাধা বিপত্তি ও এলো তার সামনে। যাওয়ার একদম আগেই তার ফোন চুরি হয়ে গেলো। বা হাতের স্নায়ুর ব্যথা টা হঠাৎ করে খুব বেড়ে গেলো। এসবই যেনো তাকে বলছে যাস না তুই, পারবি না। এর সাথে তো ছিলই আশেপাশের অনেক মানুষ যারা শুনেই ভয় দেখাচ্ছিল। যাক সে সব কথা।
একসময় যাওয়ার দিন চলে এলো। এক রাশ উৎকণ্ঠা নিয়ে সে চেপে পড়ল ট্রেনে। নিজের ওপর তার বিশ্বাস ছিল কিন্তু তাও কোথাও যেনো একটা ভয় ও কাজ করছিল তার। বার বার মনে হচ্ছিল সে পারবে তো? দরকারি প্রস্তুতি সে নিয়েছে তাও একটা সংশয় তো ছিলই সারাক্ষণ।
এই মানসিক দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই ট্রেক শুরু হওয়ার দিন এসে পড়ল। সকালে পোখরা থেকে বেরিয়ে গাড়ি গিয়ে থামলো স্যামরং। পিঠে রুকস্যাকটা তুলে শুরু করল সে হাটা।
সামনে ঝিনু ডান্ডার বিখ্যাত ঝুলন্ত সেতু। সেটা পেরিয়ে একটু এগোতেই ছন্দপতন। হরিপদ মাথা ঘুরিয়ে উল্টে পড়ল। আসলে ট্রেকে হাঁটার সময় একটা ছন্দে হাটা দরকার। না আস্তে না খুব জোরে। সে সেটা না মাথায় রেখে তাড়াতাড়ি হাঁটছিল। ফলে এই বিপত্তি। ভাগ্যিস কাছেই ছিল ওই দলেরই এক ভাই অঙ্কুর। সে হরিপদ কে ধরে বসিয়ে দেয়। একটু বসে নিয়ে হরিপদ আবার উঠে দাড়াতে যায়। আবার সে উল্টে পড়ে যায়। এবার ও অঙ্কুর ধরে নেয়। ব্যস, হরিপদর মনে হতে লাগলো এই শেষ। তার এত প্রস্তুতি সব জলে গেলো। সে আর পারবেনা বোধহয় এগোতে। কিছুক্ষন বাদে ওদের লিডার জ্যোতিষ্ক আসে পৌঁছলো এই জায়গায়। সব শুনে জ্যোতিষ্ক বলল অনেক তাড়াতাড়ি হাটা হয়ে গিয়েছে। ধীরে সুস্থে সময় নিয়ে হাঁটতে হবে। কিছুক্ষন বিশ্রাম নিয়ে আবার উঠে দাড়ালো হরিপদ। ধীরে ধীরে হাটা শুরু করলো। আস্তে আস্তে প্রায় তিন হাজার সিঁড়ি ভেঙে সে পৌঁছলো সেদিনের গন্তব্য চোমরং এ। পৌঁছনোর পর তার মধ্যে একটু আত্মবিশ্বাস ফিরে এলো। মনে হলো সে হয়তো পারবে এগোতে।
পরদিন সে এই ভাবেই ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে পৌঁছলো দোভানে। তার পরদিন দোভান থেকে পৌঁছলো দেওরালী। পরদিনই তারা যাবে অন্নপূর্ণা বেস ক্যাম্প। সেদিন রাতটা হরিপদ ঠিকঠাক ঘুমোতে পারিনি চিন্তায়। পরদিন সকালে তারা বেরিয়ে পড়ল মাছপুচারে বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিল। এইবার শেষ পথ টুকু যেতে হবে। ওখানে থেকে হরিপদ যখন অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিল তখন সে কিছুটা আবেগ তাড়িত বোধ করছিল। বার বার চোখ জলে ভরে আসছিল। এত কিছু করে এখানে আসার আসল উদ্দেশ্য আর কিছুক্ষনের মধ্যে সফল হতে চলেছে।
কিন্তু এই শেষ পথ টুকু যাওয়া বেশ কঠিন মনে হতে লাগলো একটু পর থেকে। হরিপদ র কান মাথা ভোঁ ভোঁ করতে শুরু করলো। সে বুঝতে পারলো উচ্চতা জনিত একটু সমস্যা তার হচ্ছে। একটু অক্সিজেনের অভাব ঘটছে তার। তখন তার সামনে বা পিছনে কেউ নেই। সে বসে পড়ল একটা পাথরের ওপর। তার বছর দুয়েকের মিষ্টি একটা মেয়ে আছে। ফোন খুলে মেয়ের ভিডিও দেখলো কিছুক্ষন। তার মনে হলো মেয়ের কাছে তো তাকে ফিরতেই হবে। ফেরার রাস্তা ওই একটাই। অন্নপূর্ণা বেস ক্যাম্প ছুঁয়ে তবেই ফিরতে হবে। সে আবার উঠে পড়ল। মেয়ের মুখ টা মনে মনে কল্পনা করে সে হাঁটতে থাকলো। আস্তে আস্তে সে পৌঁছেই গেলো বেস ক্যাম্পে। হরিপদ বুঝতে পারল সে পেরেছে। সে তার লক্ষ্য কে ছুঁয়ে ফেলেছে শেষ পর্যন্ত। এত বাধা বিপত্তি কে তুচ্ছ করে সে জীবনের প্রথম ট্রেক শেষ করে ফেলেছে।
পরদিন ভোর বেলা যখন সে অন্নপূর্ণা সাউথের সামনে গিয়ে দাঁড়ালো, ওই বিশাল পর্বত যেন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলো। হরিপদ বুজলো ওই বিশাল পর্বতের সামনে সমস্ত সমস্যাই তুচ্ছ। এও বুজলো যে সে এই যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু সবসময় যে সে সফল হবে তা নয়। ব্যর্থতা আসবে। কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই আসবে সাফল্য। প্রথম দিন যে সে পরে গেছিল, ওই পরে যাওয়া তার এই যাত্রার সব চেয়ে বড় শিক্ষা। ওই দিন সে শিখেছিল কিভাবে ট্রেক এ হাঁটতে হয়। সেই ভাবে হেঁটেই পৌঁছে গেছিল লক্ষ্যে।
হরিপদ এটা জানত যে সে মানসিক ভাবে অনেক শক্তিশালী। কিন্তু শারীরিক ভাবে সে কি করতে পারে তা পুরোপুরি জানত না। তাই সে বেছে নিয়েছিল এই ট্রেক। কুলির সাহায্য ও নেয়নি। যে উত্তর খোজার চেষ্টা করেছিল সে সেই উত্তর পেয়ে গেছে।
তার এই কাহিনী আশেপাশের সেই সব হরিপদ দের উদ্দেশ্যে যারা এখনো জানে না নিজেদের আসল ক্ষমতা। এই কাহিনী যদি তাদের কাউকেও জীবনের পথ চলার নতুন শক্তি নতুন উদ্যম যোগায় সেটাই হবে হরিপদ র পরম প্রাপ্তি।
বিশেষ দ্রষ্টব্য : উপরের গল্পটি একদম সত্যি। কল্পনার সাথে এর কোন মিল নেই।
CHAYAN
💼 Doctor

Shiva,63 – lucky to get into the hands of Jyothishko Biswas for Annapurna base camp.
He watched every step of me to carrying my backpack when my knee’s buckled during the descent, no words to describe .
I strongly recommend The Trekking Buddha.
Dr SHIVA PRASAD
💼 Doctor, Senior Anaesthesiologist. at K M H Hospital, Manjeri

I decided to do my first trek in the mountains and that was Annapurna Base Camp. I felt nervous many times but when I completed it I knew that it was a right decision to choose The Trekking Budhha for my first trek.
Jyotishko as a trek leader guided us every way possible. He is a very caring, mature and knowledgeable trek leader and takes care of each and every team member sometimes strictly and sometimes just as a friend. His dedication towards leading the trek and managing the team is something worth praising.
This journey wasn’t about reaching to the destination but it was about walking through the rough mountain paths with the amazing trekmates whom I got attached as much as if I know them forever. Now we all became like members of a family. Thanks to TTB for giving me an incredible joyous family and one of the most precious experience of my life.
S ACHAYARIYA
💼 Information Technology Analyst (IT Analyst) at Tata Consultancy